সেবা তালিকা

যে ধরণের সেবা প্রদান করা হয়

ডায়াবেটিক সনাক্ত হওয়ার পর ১০০ টাকা দিয়ে হাসপাতালে রেজিস্ট্রেশন করে বই গ্রহণ করুন। এই বইয়ের মাধ্যমে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবেন।

ডায়াবেটিস সনাক্তের পাশাপাশি নিম্নোক্ত পরীক্ষা সূলভে করা হয়।

TC, DC, HB%, E.S.R, M.P, B.T.C.T, FASTING/RANDOM, 2HRS AFTER B.F/AFTER 75GMS GLUCOSE INTAKE, C.U.S, S.BILIRUBIN, S.CHOLESTEROL, S.CREATININE, S.UREA, LIPID PROFILE, S.ELECTROLYTE, SGPT, SGOT (EACH), HBA1C, S. CALCIUM, WIDAL TEST, RA TEST, A.S.O TITRE, HBS Ag. (SCREENING), V.D.R.L TEST (QLTY), BLOOD GROUP & RH. FACTOR, URIC ACID, STOOL ROUTINE, URINE ROUTINE, PREGNANCY TEST, ECG.

প্রথমবার ডায়াবেটিস সনাক্তের পরীক্ষার ক্ষেত্রে একজন ব্যক্তির জন্য গ্লুকোজসহ পরীক্ষা ফি ২৩০ টাকা নেওয়া হয়।

হাসপাতাল হতে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ফান্ডাস ক্যামেরার মাধ্যমে চোখ পরীক্ষা করে চোখের রেটিনোপ্যাথিজনিত সমস্যা চিহ্নিত করে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।

অফিস চলাকালীন ০১৭৮০-৯২১৮১৭ নম্বরে ও netrakonads@gmail.com ই-মেইল এর মাধ্যমে হাসপাতালে নিযুক্ত হেল্থ এডুকেটরের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত যে কোন পরামর্শ প্রদান করা হয়।

সেবা তালিকা